Showing posts with label kkabkishoreganjdsdc. Show all posts
Showing posts with label kkabkishoreganjdsdc. Show all posts

13 July 2024

১৩ জুলাই-২০২৪ এ কিশোরগঞ্জ কিন্ডারগার্টের এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত

MD.Anwar Hossain Manon

 


আজ কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ১৩ জুলাই ২৪শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব তাজমল খান উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয় সংঘটনের চেয়ারম্যান জনাব তসলিমুর রহমান খান রবিন এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেনন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মারিয়া সুলাতানা ঝুমা । বেসরকারী স্কুল নিবন্ধন বিধিমালার স্কুল সমূহের ফাইল প্রস্তুত ,কার্য়করী কমিটি আংশিক সংযোজন সহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধা বৃৃত্তি পরীক্ষা ২০২৪ এর আয়োজন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও কার্যকরী কমিটির কার্যক্রম আরো বেগবান করার জন্য কো চেয়ারম্যান হিসেবে যুক্ত কার হয়েছে জনাব সুজিত দেবনাথ ,প্রধান শিক্ষক মহিউদ্দিন খান বিদ্যা শিক্ষালয়, কানিজ ফাতেমা বিথী,প্রধান শিক্ষক প্রাপ্তি আইডিয়াল স্কুল ,হোসেনপুর। যুগ্ন মহাসচিব হিসেবে জনাব মাহাফুজুর রহমান নাঈম,পরিচালক,শ্যামলী আইডিয়াল স্কুল, করবী ভৌমিক ,প্রধান শিক্ষক প্রি-ক্যাডেট জুনিয়র একাডেমী, সাংঘটনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম মাসুম, সহ সাংঘটনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,পরিচালক,রিলায়ন্স মডেল স্কুল এন্ড কলেজ, সহ শিক্ষা সচিব শাহ সাকের আহমেদ,পরিচালক,কিশোরগঞ্জ আদর্শ বিদ্যালয়, মোঃ মাসুম বিল্লাহ ,প্রাইম প্রি-ক্যাডেট স্কুল, প্রচার সম্পাদক পদে তামীমা চৌধুরী ,পরিচালক ,চিল্ড্রেন হেভেন একাডেমী, খেলাধূলা ও সাংস্কৃতিক সচিব,মোঃ মোকারম হোসেন ,পরিচালক চিল্ড্রেন মেরিট কেয়ার কিন্ডারগার্টেন ,এবং কার্যকরী সদস্য হিসেবে বিলকিছ রোকেয়া সুলাতানা,পরিচালক,এম.আর খান আআডিয়াল স্কুল, এবং শারমিন আক্তার ,পরিচালক,আলোর দিশারী কিন্ডারগার্টেন। মিটিং শেষে সকলের জন্য নতুন জেলাখানা মোড় নানীর হোটেলে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।







12 February 2024

05 June 2023

কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ অভিষেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2023

Digital School Development Corporation

 


কিশোরগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। শুক্রবার শহরতলীর খিলপাড়া এলাকার উবাই পার্কে এ উপলক্ষে অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। কিশোরগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ (কেকেএবি) চেয়ারম্যান মো. তসলিমুর রহমান খান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এতে বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. শরীফুল ইসলাম শরীফ, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এসএম ইনছানুল হক এবং কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাভেদ রহিম। এতে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব মো. আনোয়ার হোসেন মেনন এবং বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ অভিষেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2023

তারিখ: ০২ জুন ২০২৩খ্রি., রোজ: শুক্রবার, সময়: সকাল ৯.০০ ঘটিকায়
স্থান : উবাই পার্ক (নতুন  জেল খানা মোড়), খিলপাড়া, কিশোরগঞ্জ।
প্রধান অতিথি : সৈয়দা জাকিয়া নূর লিপি (এম.পি), সংসদ সদস্য, কিশোরগঞ্জ।
উদ্বোধক : জনাব মামুন আল মাসুদ খান মামুন, উপজেলা চেয়ারম্যান, কিশোরগঞ্জ।
সভাপতি : মোঃ তসলিমুর রহমানন খান রবিন,চেয়ারম্যান, কে.কে.এ.বি।
অনুষ্ঠান পরিচালনায় : মোঃ আনোয়ার হেসেন মেনন,মহাসচিব, কে.কে.এ.বি।
মোবাইলঃ 01911-823056